You have reached your daily news limit

Please log in to continue


১৪ চার ১১ ছক্কায় রেকর্ড গড়লেন সাহিবজাদা ফারহান

আগেরদিন হাসান নাওয়াজ করেছেন পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরিটি। পরদিনই আবার ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়লেন দেশটির আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি সাহিবজাদা ফারহান। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অবিশ্বাস্য ফর্মে আছেন এই ওপেনার। টানা চার ইনিংসে পেরিয়েছেন পঞ্চাশের গণ্ডি, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। সবশেষ ইনিংসে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

পেশাওয়ার রিজিয়নের হয়ে মুলতান ক্রিকেট গ্রাউন্ডে কোয়েটা রিজিয়নের বিপক্ষে ফারহান খেলেন ৭২ বলে অপরাজিত ১৬২ রানের অবিশ্বাস্য ইনিংস। ১৪টি চার ও ১১টি ছক্কায় সাজানো এই ইনিংসটি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এটি পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ইনিংস। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন