বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের ছবি। সেই সঙ্গে অনুরাগীদের মধ্যে উত্তেজনাও থাকে তুঙ্গে! কিন্তু এবার মুক্তি পেতে যাওয়া ভাইজানের ‘সিকান্দার’-এর প্রচারকাজে এলো নিষেধাজ্ঞা! অর্থাৎ, চাইলেই এবার সিনেমার প্রচার করতে পারবেন না সালমান। কিন্ত কেন?
ভারতীয় গণমাধ্যমের খবর, সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টান হয়েছে। কারণ, লরেন্স বিশ্নোইয়ের থেকে পাওয়া খুনের হুমকি আসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।
তবে ছবির বেশিরভাগ প্রচার সামাজিক মাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এআর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবির ট্রেলারও শীঘ্রই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।