
রানিকে সাইফের চুম্বন, বললেন ‘অস্বস্তিকর'
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৫:০৫
নব্বই দশক এবং পরবর্তী সময়ে একাধিক সিনেমার নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান। তবে একটি সিনেমায় রানি মুখার্জির সঙ্গে চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হাম তুম’ সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটেছিল বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া।
এক অনুষ্ঠানের গিয়ে রানি ও সাইফ দুজনেই ২১ বছর আগের ঘটনাটি নিয়ে কথা বলেছেন।
রানি সাইফকে জিজ্ঞাসা করেন, “ হাম তুমে চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় আমরা কতটা নার্ভাস ছিলাম তোমার মনে আছে?”
সাইফ উত্তরে মজা করে বলেন, “আমরা নয়, তুমি যে ভয় পেয়েছিলেন সেটি আমার মনে আছে।”
রানির আচরণকে বন্ধুসুলভ বর্ণনা করে সাইফ বলেছেন, তার নায়িকা তাকে অনুরোধ করেছিলেন তিনি (সাইফ) যেন পরিচালককে বলেন যে ওই দৃশ্যটি বাদ দিতে।