ঈদ বাজারে ‘দাম বেশি’, কেনাকাটা সীমিত করছেন ক্রেতারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৫:০৪

মিরপুর ১১ নম্বরের মোহাম্মদীয়া মার্কেটের খাদিজা কালেকশনে স্ত্রীর জন্য থ্রি পিস কিনতে এসে দাম শুনে ফিরে গেছেন নিলয় আহমেদ।


দোকানে এসে দাম জানতে চাইলে বিক্রেতা নাদিম মিয়া তাকে বলেন, সব তিনের (তিন হাজার) উপরে; তিনের নিচে কিছু নাই। এরপর স্ত্রীকে নিয়ে অন্য দোকানের দিকে চলে যান নিলয়।


বেসরকারি এ চাকরিজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বিয়ে করেছেন তিনি; স্ত্রীকে ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য মার্কেটে ঘুরছেন তিনি। তবে দামে মিলছে না।


“বিয়ের পর তো রেসপনসিবিলিটি বাড়ে, পোশাকের দামও বাড়ছে মনে হচ্ছে। সব মিলিয়ে বাজেটে হচ্ছে না। দুই হাজারের মধ্যে কাপড় খুঁজছিলাম, পাচ্ছি না। দেখি অন্য কোথাও পাই কিনা।”


শুক্রবার মিরপুরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, কর্মদিবসগুলোর তুলনায় ভিড় কিছুটা বেশি। এর মধ্যে কিছু দোকানে আবার বিক্রেতারা অলস সময় পাড় করছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও