-67de69a941791.jpg)
প্রতিশ্রুত বাড়ি এখনো পাননি ঋতুপর্ণা, সাফসেরা ভুগছেন অনুশোচনায়
২০২২ ও ২০২৪ বাংলাদেশকে টানা দুবার দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের পুরস্কার এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ২০২৪ আসরে তো টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও হাতে তুলেছেন। যার হাত ধরে এমন সাফল্য আসল, উদযাপনের উপলক্ষ পেল বাংলাদেশ। সেই তিনি এখন ভুগছেন অনুশোচনায়।
২০২২ সালে সাফজয়ের পর নিজ জেলা রাঙামাটিতে রাজকীয় সংবর্ধনার পর প্রতিশ্রুতি হিসেবে জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছিলেন বাড়িতে যাওয়ার রাস্তা ও বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস। তবে সেই আশ্বাস ২০২৪ সাফ জয়ের পরও বাস্তবে রূপ নেয়নি। সবশেষ যখন বাস্তবে রূপ নিতে যাচ্ছিল তার স্বপ্নের বাড়ি নির্মাণ। নিজ জেলায় মাথা গুজার ঠাঁই মিলতে যাচ্ছিল যখন তখন কোনো এক মহলের চাপে সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন সাফজয়ী এ ফুটবলার। যেখানে নিজ জেলার মানুষের কাছে মূল্যায়ন না পাওয়া ও অনুশোচনায় ভোগার কথা জানিয়েছেন এই ফুটবলার।
- ট্যাগ:
- খেলা
- মূল্যায়ন
- অনুশোচনা
- ঋতুপর্ণা চাকমা