‘এক সেকেন্ড বিরক্ত হওয়ার সুযোগ নেই’

প্রথম আলো প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১২:০৭

বেশ কয়েক মাস দেশে নেই অপূর্ব। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। তার আগেই ঈদের একাধিক নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এর শুটিং শেষ করেছেন। প্রকাশ পেয়েছে এ ওয়েব ফিল্মের ট্রেলার। এতে অন্য রকম এক অপূর্বকে আবিষ্কার করেছেন দর্শক। তাঁর সঙ্গে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ। এর আগে নাটক আর টেলিছবিতে অভিনয় করলেও এবারই প্রথম তাঁরা দুজন ওয়েব ফিল্মে জুটি হলেন। ওয়েব ফিল্মটির পরিচালক কাজল আরেফিন, সবাই তাঁকে অমি নামে চেনেন।


কাজল আরেফিনের একাধিক নাটকে আলাদাভাবে কাজ করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। দুজন এই পরিচালকের সঙ্গে কাজের ব্যাপারে নিজেদের স্বাচ্ছন্দ্যের কথাও জানান। গেল বছরের অক্টোবরে ‘হাউ সুইট’–এর ঘোষণা দেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন। জানান, এই ফিল্মের প্রধান দুই অভিনয়শিল্পী অপূর্ব ও ফারিণ। ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পুরো কাজ শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে। ট্রেলার মুক্তির পর ফেসবুকে নাটক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ‘হাউ সুইট’ নিয়ে চলছে আলোচনা। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে ট্রেলার।


গতকাল সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় পরিচালক কাজল আরেফিনের। জানালেন, এটি রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম, যা দর্শককে পুরোমাত্রায় বিনোদিত করবে। পরিচালকের ভাষ্যে, ‘আমাদের এখানে সিরিয়াস কাজ বেশি হয়, কিন্তু আমি যা করতে ভালোবাসি, তা বানাই। বরাবরই আমি এমন গল্প বলতে ভালোবাসি। আমার যাঁরা দর্শক, ট্রেলার মুক্তির পর তাঁরা আলোচনা করছেন। পছন্দের কথা জানাচ্ছেন। সবাই অপেক্ষা করছেন। আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁরা ঈদের মতো উৎসবে আনন্দের কনটেন্ট দেখতে চান, যেটাতে তাঁরা মজা পাবেন—নির্মাণের সময় বিষয়টা মাথায় ছিল। কিছু মানুষের মনে হতে পারে, এটা খুবই লাইট কনটেন্ট। তবে এ ধরনের কনটেন্টে পরিশ্রম অনেক বেশি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও