
২০-৪০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে মুরগির বাচ্চা
ডিম-মুরগির বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন দেশের প্রান্তিক খামারিরা। একটি মুরগির বাচ্চা বিক্রিতে সরকারের পক্ষ থেকে ৪৯-৫৭ টাকা দাম নির্ধারণ করা থাকলেও উৎপাদক কোম্পানির কাছ থেকে খামারিদের সেটি কিনতে হচ্ছে ৭০-১০০ টাকায়। একইসঙ্গে গত ২ মাস ধরে ডিমের দাম কমিয়ে রাখার ফলে অনবরত লোকসানের মুখোমুখি হতে হচ্ছে পোল্ট্রি খামারিদের। যার আনুমানিক ক্ষতি প্রায় ৭০০ কোটি টাকা। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদারের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ডিম-মুরগির বাজার। দাম কম থাকায় স্বস্তির কথা বলা হলেও আসল পরিস্থিতি ভিন্ন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারিরা প্রতিদিন প্রায় ৪ কোটি ডিম উৎপাদন করছেন। কিন্তু তাদের প্রতিটি ডিমে ৩ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। যার ফলে প্রতিদিন প্রায় ১২ কোটি টাকা লোকসান হচ্ছে। সে হিসেবে গত ২ মাসে ডিম উৎপাদনকারী খামারিরা আনুমানিক ৭০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সিন্ডিকেট
- মুরগি
- ডিমের দাম