
ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা।
আজ শনিবার সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন।
শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে এসে তারা কারখানা বন্ধ দেখতে পান। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়বেন আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গত বৃহস্পতিবারও শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ কারখানা বন্ধ করে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে চলে যান।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদের ছুটি
- বিক্ষোভ
- পোশাক শ্রমিক
- ঈদ বোনাস