
‘দেশের রাজনীতিতে সিভিল সোসাইটি ও এনজিওর প্রভাব বেড়েছে’
বর্তমানে যে নীতি চলছে, তাকে আর রাজনীতি বলা যায় না; বরং নতুন কোনো শব্দ দিয়ে এটাকে চিহ্নিত করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
তিনি বলেন, ‘আজকের বাংলাদেশে রাজনীতি কেবল রাজনৈতিক দল ও নেতাদের নিয়ন্ত্রণে নেই, বরং সিভিল সোসাইটি এবং এনজিওগুলোর প্রভাব ক্রমশ বেড়েছে। এনজিওরা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কাজ করলেও সিভিল সোসাইটি মূলত বুদ্ধিজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের মধ্যে প্রভাব বিস্তার করে এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করার শক্তি হিসেবে কাজ করে। বর্তমান সরকারও সিভিল সোসাইটি দ্বারা প্রভাবিত। ফলে প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব কার্যত বিলুপ্ত হয়েছে, যা পুনর্গঠিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
শুক্রবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ গণমুক্তি পার্টি আয়োজিত ‘রাজনীতি কী এবং কেন?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমি সভাপতি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন এসেছে প্রধানত রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে। মিলিটারি কেবল ক্ষমতার লোভে শাসন নিয়েছে— এই ব্যাখ্যা যথেষ্ট নয়। আমাদের রাজনৈতিক ইতিহাস বারবার সংকট ও বিপর্যয়ের মধ্যদিয়ে গেছে। রাজনীতি আর জনসেবার মাধ্যম নেই, বরং পার্লামেন্ট সদস্য ও মন্ত্রী হয়ে সম্পদ গঠনের সুযোগে পরিণত হয়েছে।’