
সময়ের আগে মেনোপজ অ্যালঝেইমারের ঝুঁকি বাড়ায়
নারীদের মেনোপজের এটি নির্দিষ্ট গড় বয়স রয়েছে। সাধারণত ৪৪-৫৬ বছর বয়সের মধ্যেও বেশিরভাগ নারী জীবনের এই স্তরটি অতিক্রম করেন। তবে দেশ ভেদে এটির পার্থক্য দেখা যেতে পারে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই গড় বয়সের আগেই মেনোপজ হওয়া নারীরা অ্যালঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকতে পারেন।
সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টার ও ইউনিভার্সিটি অব টরন্টো-র গবেষকরা জানিয়েছেন, সময়ের আগেই মেনোপজে যাওয়া নারীদের মস্তিষ্কে সিন্যাপটিক দুর্বলতা দেখা যায়। এর মানে, তাদের মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ বা সংযোগ দুর্বল হয়ে পড়ে; যা স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
গবেষণায় রাশ ইউনিভার্সিটি মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্ট’র অংশ নেওয়া ২৬৮ জন নারীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, আগেভাগে মেনোপজে যাওয়া নারীদের মস্তিষ্কে ক্ষতিকর পরিবর্তন বেশি ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীরা দ্বিগুণ হারে অ্যালঝেইমারে আক্রান্ত হন। এর পেছনে কারণ হিসেবে নারীদের মস্তিষ্কে অ্যালঝেইমার-সম্পর্কিত প্রোটিনের উচ্চ উপস্থিতি এবং ত্বরিত স্মৃতিভ্রষ্টতা উল্লেখ করেছেন গবেষকরা।