
দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়িতে আগুন, নেভাতে গিয়ে উদ্ধার বিপুল অর্থ
ভারতের রাজধানী দিল্লিতে হাই কোর্টের এক বিচারপতির সরকারি বাসভবনে আগুন লাগতেই হল পর্দাফাঁস। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা খুঁজে পেলেন কাঁড়ি কাঁড়ি নগদ অর্থ।
এ ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের শাস্তির মুখে পড়তে হয়েছে বিচারপতিকে। হতে হয়েছে বদলি।
হাই কোর্টের এই বিচারপতির নাম যশবন্ত ভার্মা। তার দিল্লির বাংলোয় গত সপ্তাহে আগুন লাগে। সে সময় বিচারপতি ভার্মা বাংলোয় ছিলেন না। তিনি ছুটি নিয়ে প্রয়াগরাজে নিজের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের লোকেরা দমকল এবং পুলিশকে খবর দেয়।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে ঢুকেছিল কোথাও আগুন আছে কিনা তা খতিয়ে দেখতে। তখনই বাংলোর কয়েকটি ঘরে বিপুল পরিমাণ নগদ অর্থের খোঁজ মেলে।
এই নগদ অর্থের কোনও হিসাব দিতে পারেননি বিচারপতি বা তার পরিবারের সদস্যরা। এত বেশি পরিমাণ হিসাব বহির্ভূত নগদ অর্থের হদিস এক হাইকোর্টের বিচারপতির বাড়িতে মেলার পর স্থানীয় পুলিশ খবর দেয় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে।
তাদের মাধ্যমে সেই খবর পৌঁছায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে।