বন্ধুদের সঙ্গে বাইরে বেরোনোর সময় মা-বাবার কাছে নগদ অর্থ বা কার্ড ধার চায় শিশুরা, সেই দিন সম্ভবত এবার ফুরাবে।
শিশুদের জন্য চালু হচ্ছে গুগল ওয়ালেট। মা-বাবারা এখন তাদের সন্তানদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে ইন স্টোরের মাধ্যমে অর্থ পরিশোধের জন্য ‘গুগল ওয়ালেট’-এ তাদের প্রবেশের সুযোগ দিতে পারবেন।
লাইব্রেরি কার্ড, কোনও ইভেন্টের টিকিট বা উপহার কার্ড’সহ বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করতে গুগল ওয়ালেট’ও ব্যবহার করতে পারবে শিশুরা।
এক্ষেত্রে মা-বাবার অনেক তদারকির বিষয় রয়েছে। যেমন– তাদের সন্তানরা কেনাকাটা করলে ইমেইল পাবেন মা-বাবা। এজন্য গুগল ওয়ালেটের ‘ফ্যামিলি লিংক’ ফিচারের মধ্যে সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন তারা। পাশাপাশি শিশুদের জন্য যে কোনও সময় পেমেন্ট কার্ড সরিয়ে ফেলতে বা এতে তাদের প্রবেশ বন্ধ করতে পারবেন তারা।
বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্পেন ও পোল্যান্ডের গ্রাহকদের জন্য নতুন ফিচারটি চালু করছে গুগল। এসব দেশের মা-বাবারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিকল্পটি ব্যবহার করতে পারবেন।
অ্যাপল ব্যবহারকারীরা এরইমধ্যে ‘অ্যাপল ক্যাশ ফ্যামিলি’র মাধ্যমে এই একই ফিচার ব্যবহার করেন। মা-বাবারা তাদের ‘ফ্যামিলি শেয়ারিং’ গ্রুপে যে কাউকে সেট করতে ও কেনাকাটা বা তাদের ওয়ালেট বা মেসেজের মাধ্যমে অর্থ পাঠাতে বা নিতে পারেন।