রমজান মাসের শেষ দশক চলে এসেছে, হাতের নাগালে ঈদুল ফিতর। পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। তবে, রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে এখনও বেশ জমজমাট বেচাকেনা চলছে। ছুটিরদিনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নিউমার্কেট এলাকায়। ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতাদের কারণে পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিউমার্কেট, সাইন্সল্যাব এবং এলিফ্যান্ট রোডে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের প্রতিটি দোকানেই ঈদের কেনাকাটার ধুম লেগেছে। পোশাকসহ নানা ঈদ সামগ্রী সাজানো হয়েছে দোকানগুলোতে। ক্রেতারা একে একে তাদের পছন্দের পণ্য বেছে নিচ্ছেন। নিউমার্কেটের মূল অংশে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে, তবে আশপাশের গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারের ভেতরেও জমজমাট বেচাকেনা চলছে।