You have reached your daily news limit

Please log in to continue


গাজার বিপন্ন শিশুদের আকুতি কি খোদা শুনতে পাচ্ছেন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাতে গাজায় দখলদার ইসরায়েলের বিমান ও ড্রোন থেকে নির্বিচার বোমা হামলা শুরুর পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ভয়ার্ত এক শিশুকে দৌড়ে যেতে দেখা যায়। সেসময় শিশুটির সঙ্গে কেউ ছিল না। কাঁদতে কাঁদতে বিপন্ন শিশুটি তখন কেবল আল্লাহকে ডাকছিল।

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী অনেকে এই ভিডিওটি শেয়ার করেছেন। এর বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি যে ক্যাপশনটি জুড়ে দেওয়া হয়েছে তার বাংলা এ রকম—'কার গতি বেশি? খোদার দিকে নির্যাতিতের জিকির, নাকি মুহাম্মদের দিকে জিব্রাইলের?'

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি কার্টুনও অনেকের নজর কাড়ে। সেখানে একজন ফিলিস্তিনি নারীকে দুইভাবে আঁকা হয়। এক পাশে দেখা যায়, তিনি অন্তঃসত্ত্বা। আরেক ছবিতে সেই মা অশ্রুসজল চোখে বহন করছিলেন তার শিশুসন্তানের মরদেহ। রক্তাক্ত শিশুটির দেহে জড়ানো ছিল ফিলিস্তিনি ঐতিহ্যবাহী কেফিয়াহ ও লাল-সবুজ পতাকা।

কার্টুনটি এঁকেছিলেন আলা আল লাগতা নামে এক কার্টুনিস্ট। এর নিচে আরবিতে যে ক্যাপশন তিনি লেখেন, তার ইংরেজি করা হয় এভাবে—ইন প্যালেস্টাইন, দ্য মাদার ক্যারিজ হার সন টুয়াইজ!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন