
নতুন প্ল্যাটফর্ম ‘গণহত্যাকারী আ’লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ
জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্ল্যাটফর্ম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।
এর আগে ঢাবির হল পাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লড়াই হবে একসঙ্গে, আওয়ামী লীগের বিরুদ্ধে’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এবি জুবায়ের বলেন, গত ১৬ বছরে সোনার বাংলাকে আওয়ামী লীগ জ্বালিয়ে পুড়িয়ে তামা তামা করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু তারা তা করতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে গণভোটের আয়োজনের আহ্বান করেন তিনি। তিনি বলেন, গণভোটের আয়োজন করলে, বাংলাদেশের মানুষ রায় দেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না।