যুক্তরাষ্ট্রে হঠাৎ ডিমের দাম অনেকটা বেড়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে হইচই চলেছে। যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতেও ডিমের দাম বেড়ে গেছে। তাই বলে একটি ডিমের দাম ৪২০ পাউন্ড বা ৫৫০ মার্কিন ডলারের বেশি!
এই ডিম মোটেও সাধারণ কোনো ডিম নয়, একেবারে গোলাকৃতির ডিম। গোলাকৃতির ডিম খুবই বিরল, প্রতি ১০০ কোটিতে একটি ডিম এমন হতে পারে।
গত মঙ্গলবার যুক্তরাজ্যে এমন একটি ডিম নিলামে ৪২০ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৬৬ হাজার টাকার বেশি।
ফেনটন ফার্মে গত জানুয়ারিতে ওই ডিম খুঁজে পাওয়া যায়। পরে ডিমটি নিলামে তোলা হয়। নিলাম থেকে পাওয়া অর্থ দাতব্যকাজে ব্যয় হবে।