
ছবিতে থাকা জলছাপ মুছে ফেলতে পারে জেমিনি এআই, মেধাস্বত্ব নিয়ে উদ্বেগ
প্রথম আলো
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:৫৭
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি তৈরি করছেন অনেকেই। তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। এ সমস্যা সমাধানে কেউ অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করলেই সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু তা–ই নয়, নিজেদের তৈরি ছবির মেধাস্বত্ব নিশ্চিত করতেও বিভিন্ন প্রতিষ্ঠান ছবিতে জলছাপ যুক্ত করে থাকে।
কিন্তু গুগলের জেমিনি এআই চ্যাটবট কাজে লাগিয়ে সহজেই ছবিতে থাকা জলছাপ মুছে ফেলা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি ছবিগুলো চিনতে সমস্যা হওয়ার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি ছবি ব্যবহারের কারণে মেধাস্বত্ব আইন ভঙ্গের আশঙ্কা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।