
প্রথমবার একসঙ্গে দ্বৈত গানে মনির খান ও রবি চৌধুরী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:৪৮
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- দ্বৈত গানে কণ্ঠ
- রবি চৌধুরী