কোথায় আছি, যাব কোন দিকে

www.ajkerpatrika.com বিধান রিবেরু প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:২৮

আমরা আমাদের সমাজকে এমন জায়গায় নিয়ে এসেছি, যেখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আর নেই। কোন জায়গায় নিয়ে এসেছি? যে জায়গায় গণতান্ত্রিক চর্চা শূন্যের কোঠায়, যেখানে প্রতিক্রিয়াশীলতার বাড়বাড়ন্ত। একদিকে গণতন্ত্র খুঁজে পাওয়ার জন্য আমাদের মরিয়া প্রচেষ্টা, অপরদিকে নারীরা সমাজে ধর্ষিত, যারপরনাই নিগৃহীত ও নিষ্পেষিত। আপনারা নিশ্চয় জানেন, সম্প্রতি একজন নারী নভোচারী সুনিতা উইলিয়ামস, ৯ মাস মহাকাশে থেকে, মহাবিশ্বের অপার সৌন্দর্য ও বিশালত্বকে ছুঁয়ে, মানবসভ্যতার জন্য অতি গুরুত্বপূর্ণ সব গবেষণা করে ফিরে এসেছেন ধরণিতে। আর একই সময়ে আমার প্রিয় বাংলাদেশ রক্তাক্ত ও শোকে ম্রিয়মাণ, ধর্ষণের শিকার নারী-শিশুদের মৃত্যু ও অপমানে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। পৈশাচিক ও বর্বরতা শুধু নয়, চলছে নারীর বিরুদ্ধে নানাবিধ নিষেধ ও আজ্ঞা চাপিয়ে দেওয়ার মচ্ছব। ধর্ষণবিরোধী সমাবেশে নারীদের ওপরই চলছে পুলিশি হামলা।


সমাজকে আমরা এমন এক বাগানে এনে দাঁড় করিয়েছি, যেখানে শতফুল ফোটার কোনো সুযোগ নেই। যে বাগানে গণতন্ত্র বলতে লোকে বোঝে ফুল ফুটবে, কিন্তু সবটার রং হবে অভিন্ন। এই প্রত্যাশা এটুকুতে আবদ্ধ থাকলে কোনো সমস্যা ছিল না, সংকট সৃষ্টি হয়েছে, আমরা কোনো ধরনের মতানৈক্য বা মতভেদ সহ্য করতে পারছি না। এমনকি সমাজে যে মতবিরোধগুলো রয়েছে, সেগুলোর ভেতর বিরাজ করছে চরমাবস্থা। বলা যেতে পারে একটি মত, অপর মতের ঠিক বিপরীতে অবস্থান করছে এবং তারা সর্বদা উদগ্রীব থাকছে একে অপরকে নিঃশেষ করে দিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও