
সবজির স্বস্তি চাল-তেলে উধাও
দেশ রূপান্তর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৮:৩১
দীর্ঘদিন ধরে রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকলেও এবার রোজায় বাজারের চিত্র কিছুটা ভিন্ন। এ বছর শাকসবিজ, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম ভোক্তার নাগালের মধ্যেই আছে। ফলের দামও খুব একটা বাড়েনি। তবে রোজার অনেক আগে থেকে শুরু হওয়া চাল ও তেলের বাজারের অস্থিরতা কাটেনি এখনো। লাখ লাখ টন চাল আমদানি করেও কমানো যায়নি দাম। তেলের দাম নানা কৌশলে বেড়েছে একাধিক দফায়। ভোক্তারা বলছেন, কাঁচা বাজারের এবার কিছুটা স্বস্তি মিললেও চাল আর তেল কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বাজারে গত এক বছরে মিনিকেট চালের দর বেড়েছে প্রায় ১৩ শতাংশ। মাঝারি চালের প্রায় ১৪ এবং মোট চালের ৫ শতাংশ দর বেড়েছে।