
ভ্যাট ব্যবস্থায় পেশাদার শ্রেণী গঠন জরুরি
আমাদের দেশের ভ্যাট সিস্টেমে অনেক সমস্যা বিরাজমান। এর মধ্যে বড় সমস্যা হলো আমরা ভ্যাট সিস্টেমকে একটা মানসম্মত সিস্টেম হিসেবে নির্মাণ করতে পারিনি। সিস্টেম বলতে আমরা কী বুঝি সেটা প্রথমে আলোচনা করা দরকার। ইংরেজি সিস্টেমকে বাংলায় ব্যবস্থা বলা হয়। যেমন ভ্যাট সিস্টেম অর্থাৎ ভ্যাট ব্যবস্থা। সিস্টেমের একটা সংজ্ঞা হলো, System is a collection of components, those are structrurally and functionally related to each other. অর্থাৎ সিস্টেম বা ব্যবস্থা হলো কতকগুলো উপাদানের সমষ্টি, যা কাঠামোগতভাবে ও কর্মপ্রক্রিয়াগতভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। সিস্টেমের উপাদানগুলো একে অপরের সঙ্গে কাজ করে সিস্টেমকে সচল রাখে এবং সিস্টেমের যে উদ্দেশ্য তা সম্পাদন করে।
এখন আসি ভ্যাট সিস্টেমের কথায়। ভ্যাট সিস্টেমে মূলত পাঁচটি উপাদান রয়েছে; যথা: ভ্যাটদাতা শ্রেণী, ভ্যাট আদায়কারী শ্রেণী, ভ্যাটসংক্রান্ত আইন-কানুন, তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ভ্যাট প্রফেশনাল শ্রেণী। ভ্যাট প্রফেশনাল শ্রেণী বলতে আমি বুঝিয়েছি ভ্যাট কনসালট্যান্টদের, যারা ভ্যাটদাতাদের পরামর্শ দেন এবং ভ্যাটদাতাদের পক্ষে কাজ করেন। কোনো সিস্টেম তখনই ভালোভাবে কাজ করে যখন সিস্টেমের প্রত্যেকটা উপাদান ভালোভাবে কাজ করে। সিস্টেমের একটা উপাদান যদি ভালোভাবে কাজ না করে, তাহলে অন্য সব উপাদানের কাজে গতি হারায়। ধরুন একটা চেইনে ১০টা রিং রয়েছে। একটা রিং যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে চেইনটা ভালোভাবে কাজ করতে পারে না। এটা সিস্টেমের একটা উদাহরণ।