You have reached your daily news limit

Please log in to continue


‘সম্পর্কে কিছু বিষয় গোপন রাখা মানেই প্রতারণা নয়’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করে থাকেন যে, ছোট পর্দার ধারাবাহিক নাকি কেবলই মহিলাদের জন্য। তাই নারী চরিত্র কেন্দ্রে থাকলে তার ফলাফল ভাল হয়। কিন্তু ব্যতিক্রমী হিসেবে দৃষ্টান্ত তৈরি করেছে ভারতীয় ধারাবাহিক নাটক ‘পরশুরাম আজকের নায়ক’।

ধারাবাহিকের কয়েকটি ভিডিও ইতোমধ্যেই নেটিজেনদের চর্চার কেন্দ্রে রয়ছে। ভিডিওতে দেখা যায়, স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা হচ্ছে। দু’জনেই পরস্পরের থেকে কিছু গোপন করার চেষ্টা করছে। স্ত্রীর ভূমিকায় তৃণা সাহা। বাস্তবেও কি স্বামী-স্ত্রীর সম্পর্কে কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা উচিত? নাকি সব কিছুই জলের মতো স্বচ্ছ থাকা দরকার? এই প্রসঙ্গে তৃণা মনে করেন, কারও বিষয়ই একশো শতাংশ জানা সম্ভব নয়। এমনকি বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কেও কিছু জিনিস অজানাই থাকে।

অভিনেত্রী বলেছেন, ‘একটা মানুষের পক্ষে তো সবটা জানা সম্ভব নয়। স্বামী-স্ত্রী শুধু নয়। বাবা-মায়েরাও আমাদের বিষয়ে তো সব কিছু জানেন না। সেটা সম্ভবই না। আমি মনে করি, কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসা ভাল। আমারও এমনই ভাল লাগে। সব কিছু একেবারে জেনে ফেললে, আগ্রহও কমতে থাকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন