করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার সুপারিশ বিসিআইর

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ২১:৫৪

করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সঙ্গে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের একক হার ১৫ শতাংশ এবং করপোরেট কর শর্তহীনভাবে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ২৫ শতাংশ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি।


আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির এসব প্রস্তাব তুলে ধরেন সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।


আলোচনায় ব্যক্তিগত করমুক্ত সীমা ও বিদ্যমান আয়করের হার পুনর্নির্ধারণের দাবি জানায় বিসিআই। সংগঠনের সভাপতি পারভেজ বলেন, আমরা ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করছি। এটি ভারতে ১২ লাখ রুপি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বর্তমান ব্যক্তিগত করমুক্ত সীমা ও বিদ্যমান আয়করের হার পুনর্নির্ধারণের প্রস্তাব করছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও