
আপ্লুত নুসরাত ফারিয়া
বণিক বার্তা
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১১:২৭
গত সোমবার ‘জীন ৩’ সিনেমার ‘কন্যা’ শিরোনামের একটি গান প্রকাশ পায়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল। গানটি প্রকাশের পর সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন ভক্তরা। এদিকে গানটি নিয়ে শিল্পীদের মধ্যেও দেখা গেছে আগ্রহ। গানটি প্রকাশের একদিন পর বাংলাদেশের বরণ্যে সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুকে শেয়ার করেছেন।
এ বছরের শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নেন। সজল জানান, ঈদে মুক্তি দিতে হবে, তাই ১০২ ডিগ্রি জ্বর নিয়ে তিনি এ সিনেমার শুটিং করেন।