You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতির সচল এবং অচল টাকা

সাত মাস ধরে অর্থ পাচারসহ নানান দুর্নীতির সংবাদ প্রতিদিনই খবরের কাগজে আসছে। বিশেষ করে অর্থ পাচারের বিষয়টি। গত সরকার ক্ষমতায় থাকার সময়ে পত্রপত্রিকায় বালুমহাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি—এসবের সংবাদে পত্রিকা ভরে থাকত। শুধু তা-ই নয়, অতীতেও তত্ত্বাবধায়ক সরকার আসার পর এসব সংবাদ পত্রপত্রিকায় আলোচিত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা আসামি হয়ে জেলখানা ভরে যেত।

এর মধ্যে অনেক ভিআইপি রাজনীতিকও থাকতেন। কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। রাজনৈতিক নেতা ও কর্মীদের মধ্যে কী করে যেন একধরনের ধারণা জন্মেছে যে টাকা লাগবে। টাকা ছাড়া রাজনীতি হবে না! অনেক ব্যবসায়ী তাঁদের বিপুল অর্থ নিয়ে রাজনীতিতে ঢুকে পড়েছেন। কিন্তু তাঁদেরও টাকার প্রয়োজনটা কমেনি, তাঁরাও খুঁজছেন কোথায় টাকা পাওয়া যায়। অবশ্য তাঁদের হাতে ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যবস্থা, মানুষের জীবনে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হতো। সেই প্রবণতা গত সাত মাসেও কমেনি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যাঁরা উৎপাদন করেন, সেই কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে কারণে ক্ষোভে-অভিমানে-দুঃখে তাঁরা সদ্য উৎপাদিত সবজি বিভিন্ন হাটে-বাজারে ফেলে দিয়ে চলে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন