শিশুর ভাষা বিকাশে ‘ট্রিপল থেরাপি’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ২১:৪৮

ট্রিপল থেরাপি কী


শিশুর ভাষা বিকাশের জন্য শুধু স্কুল যথেষ্ট নয়। এক্ষেত্রে ট্রিপল থেরাপি মডেল দারুণভাবে শিশুকে সাহায্য করতে পারে।


মূলত তিনটি স্তরে কাজ করে এই থেরাপি।


১। প্রথম স্তর হচ্ছে থেরাপি সেন্টারের সাপোর্ট। এতে বিশেষজ্ঞ থেরাপিস্ট মুখের ব্যায়াম করানো, সহজ শব্দ শেখানো এবং বিভিন্ন ধ্বনি অনুশীলন করানোর মাধ্যমে শিশুর ভাষাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। বাবা-মাকেও কিছু কৌশল শিখিয়ে দেওয়া হয় বাড়িতে অনুশীলন করানর জন্য।


২। প্রি-স্কুলের সাপোর্ট হচ্ছে দ্বিতীয় স্তর। এখানে শিক্ষকরা ভিজ্যুয়াল কার্ড ববহার করেন শিশুকে ছবি দেখে শব্দ শেখানোর জন্য। এছাড়া শিশুকে ছোট ছোট প্রশ্ন করা হয় যেন তারা উত্তর দিতে আগ্রহী হয়। অন্যান্য শিশুদের সঙ্গে ধাপে ধাপে তাকে যুক্ত করা হয় সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য।


৩। তৃতীয় ধাপ হচ্ছে পরিবারের সাপোর্ট। শিশুকে দিনে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট নিরবচ্ছিন্ন সময় দিতে হবে বাবা-মায়ের। এই সময়ে কোনও টিভি বা ফোন থাকবে না। গল্প পড়তে পড়তে বা খেলতে খেলতে শিশুকে কথা বলার সুযোগ করে দিতে হবে। শিশুর কথা শেষ হতে না হতেই উত্তর দিয়ে দেবেন না। সে যদি শব্দ বলার চেষ্টা করে তবে তাকে সময় দিন ও ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। শিশুর যেকোনো কথা গুরুত্ব দিয়ে শোনা জরুরি। সপ্তাহে একদিন হলেও শিশুর শিক্ষকের সঙ্গে কথা বলুন ও শিশুর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিন। শিশুকে খেলাচ্ছলে শেখান। বাসার ছোট কাজগুলোর সঙ্গে শিশুকে যুক্ত করুন। যেমন রঙ ও আকৃতি অনুযায়ী সবজি ও ফল আলাদা করা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও