গাজায় পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু: নেতানিয়াহু

বিডি নিউজ ২৪ গাজা প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ২১:৩৮

গাজায় ইসরায়েল আবার ‘পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ’ শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে টিভিতে এক ভাষণে একথা বলেছেন।


এদিন সকাল থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৪ শ’রও বেশি মানুষ নিহত হয়। আর ইসরায়েল পূর্ণমাত্রায় লড়াই শুরুর কথা বলার পর গাজায় আলাদাভাবে গতরাতের হামলায় নিহত হয় অন্তত ১৩ জন।


রেড ক্রিসেন্টের চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, আল-মাওয়াসি মানবিক অঞ্চলের কাছে এক তাঁবুতে ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।


দুই মাসের যুদ্ধবিরতির পর এর মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে গাজায় এই জোর হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবারের হামলায় গাজায় জাতিসংঘ দফতরে দুইজন কর্মী নিহত হয়েছে এবং অন্যান্যরা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।


হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের ঘটনার জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। পাঁচজন বিদেশি আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।


তবে ইসরায়েলের সেনাবাহিনী দেইর আল-বালাহর জাতিসংঘ কম্পাউন্ডে হামলার অভিযোগ অস্বীকার করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও