অ্যামাজনের ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৯:০২

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধাক্কা এখনও কাটেনি। একের পর এক বড় প্রতিষ্ঠান খরচ কমানোর জন্য কর্মী সংখ্যা কমাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটলো। ২০২৫ সালের মধ্যে একসঙ্গে ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন বার্ষিক ২১০ কোটি থেকে ৩৬০ কোটি ডলার সাশ্রয় করতে চায়। সেই লক্ষ্যে তাদের কর্মী সংখ্যা কমানোর এই পরিকল্পনা। সংস্থাটি জানিয়েছে, এই ছাঁটাই মূলত ম্যানেজার পদে কর্মরত কর্মীদের মধ্যে হবে।


বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বাজারের প্রতিযোগিতা এবং প্রযুক্তিগত খাতের পরিবর্তন বড় বড় সংস্থাগুলোকে কর্মী সংখ্যা কমানোর দিকে ঠেলে দিচ্ছে। অ্যামাজনও এর ব্যতিক্রম নয়। সংস্থাটি ব্যবসায়িক ব্যয় কমানোর জন্য ২০২৫ সালের মধ্যে একটি নতুন কাঠামো তৈরি করছে। একদিকে ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হলেও, ২০২৫ সালেই ১৫% নতুন নিয়োগের পরিকল্পনা রয়েছে। অ্যামাজনের দাবি, মূলত অদক্ষ বা কম কার্যকর কর্মীদের চাকরিচ্যুত করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও