এবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ে নিষিদ্ধ হচ্ছে ডিপসিক

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৯:০১

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সব ধরনের সরকারি ডিভাইসে নিষিদ্ধ হচ্ছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ডিপসিক।


সাম্প্রতিক সপ্তাহে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেইলে মন্ত্রণালয় বলেছে, “তথ্য ব্যবস্থা নিরাপদ রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব ধরনের সরকারি ডিভাইসে নতুন চীনা এআই কোম্পানি ডিপসিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে।”


“ডিপসিক ব্যবহার করে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ বা ওয়েবসাইট ডাউনলোড করবেন না ও দেখবেন না। এমনকি ডিপসিকের মাধ্যমে কোনো লিংকে প্রবেশও করবেন না।”


এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মন্ত্রণালয়। আর আরোপিত এই নিষেধাজ্ঞার পরিসর জানতে পারেনি রয়টার্স।


এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে এসেই বাজিমাত করেছে ডিপসিকের সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল। ওই সময় অ্যাপল স্টোরে যেসব ফ্রি অ্যাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছিল ডিপসিকই।


ওই সময় ডেটা প্রাইভেসি ও সংবেদনশীল সরকারি তথ্যের প্রতি ডিপসিকের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তা ও কংগ্রেসের সদস্যরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও