দাগ-ছোপ ওঠাতে রাবিং অ্যালকোহল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৮:৫৮

করোনাভাইরাস মহামারীর সময়ে জীবাণু মুক্ত করতে ‘রাবিং অ্যালকোহল’য়ের ব্যবহার সম্পর্কে ধারণা প্রায় সবাই পেয়েছিল।


সাধারণ ক্ষত পরিষ্কারে এই তরলের ব্যবহার সবচেয়ে বেশি। যে কারণে পাওয়া যায় ওষুধের দোকানে। তবে এই উপাদান ঘর পরিষ্কারেও অসাধারণ এক উপায় হতে পারে।


এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত খবরে জীবনযাপন বিষয়ক প্রতিবেদন তৈরির ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন লেখিকা ম্যারি মার্লো লেভেরেতে’র পরামর্শ অনুযায়ী জানানো হল পন্থাগুলো।


বলপেন বা কালির দাগ ওঠাতে


শিশুরা বাড়ির দেয়ালে, কাপড়ে বলপেন বা কালি দিয়ে আঁকিবুঁকি করে ফেললে দাগ তুলতে কষ্ট হয়। বিশেষ করে স্কুলের পোশাকে বলপেনের দাগ পড়লে তা সহজে যায় না। এই সমস্যা সমাধানে রাবিং অ্যালকোহল ব্যবহার করা যায়।


একটি পুরানো তোয়ালে বা কাগজের টিস্যুর নিচে কাপড় রেখে দাগের ওপর অ্যালকোহল লাগাতে হবে। এরপর তুলা বা কটন বাড দিয়ে আলতোভাবে ঘষতে হবে।


বাথরুম ও রান্নাঘরের পানির দাগ দূর করা


আমাদের দেশের পানিতে খনিজ পদার্থ বেশি থাকে। ফলে বাথরুম ও রান্নাঘরের কল, বেসিন বা শাওয়ার মাথায় সাদা দাগ পড়ে যায়।


একটি কাপড় বা স্পঞ্জে রাবিং অ্যালকোহল নিয়ে কল ও ধাতব অংশ মুছে নিতে হবে। এটি দ্রুত বাষ্পীভূত হয় এবং দাগ দূর করে। নিয়মিত ব্যবহারে কল-নল চকচকে থাকবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও