
ঢাকায় ‘প্রশাসক চক্র’, উপদেষ্টা লিখলেন ‘জানার অধিকার আমারও আছে’
ঢাকার দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে ‘বিশেষ এক চক্রের প্রশাসক হয়ে ওঠা’ নিয়ে বিতর্ক সামনে আসার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেইসবুকে পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন।
“যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এতটুকু জানার অধিকার আমারও আছে।”
মঙ্গলবার রাতে যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) নিজের ফেইসবুকে সৈয়দ সামির ফাইয়াজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর একটি পোস্ট শেয়ার করার পর বিষয়টি সামনে আসে। তারপর বুধবার সকালে ফেইসবুকে এই পোস্ট দিয়েছেন উপদেষ্টা।
যে ফেইসবুক আইডি থেকে উপদেষ্টা এই পোস্ট দিয়েছেন সেটি উপদেষ্টা নিজে ও তার অ্যাডমিন প্যানেল ব্যবহার করে থাকেন বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম। আসিফ মাহমুদ এ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।
সাংবাদিক জুলকারনাইন সায়ের ফাইয়াজের পোস্ট শেয়ার করে লিখেছেন, “ঢাকা মহানগরীর ১২৯টি ওয়ার্ডেই বিশেষ একটি চক্রের যোগসাজশে প্রশাসক/কমিশনার নিয়োগের পাঁয়তারা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক ওয়ার্ডে-ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে।”