জামায়াতের সঙ্গে এনসিপির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে প্রশ্নে যা বললেন নাহিদ

যুগান্তর প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৭:২৫

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই-আগস্টের সেই গণবিপ্লবের অন্যতম নেতা ছিলেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারেরও উপদেষ্টা ছিলেন ছয়মাস। সম্প্রতি সরকার থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছেন। হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক। নতুন দল নিয়ে ভাবনা, জামায়াতের সঙ্গে সম্পর্ক, চলমান সংস্কারপ্রক্রিয়া, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নাহিদ।  সেটি তুলে ধরা হলো—


এনসিপি কি জামায়াতে ইসলামির ঘনিষ্ঠ? তাদের দাবিগুলোর সঙ্গে আপনাদের মিল রয়েছে বলে মনে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, এনসিপি বাংলাদেশে মৌলবাদের বিস্তারে অবদান রাখবে।


নাহিদ ইসলাম: বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জামায়াত, এনসিপি- আমরা সবাই আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানাচ্ছি। এর অর্থ কি আমরা একে অপরের ঘনিষ্ঠ? মোটেও না। যদি তেমনটাই হতো তাহলে আমরা জোট গঠন করতাম।


এনসিপি এবং জামায়াত সম্পূর্ণ ভিন্ন দল। তাদের এজেন্ডা আলাদা। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জামায়াত আমাদের ঘনিষ্ঠও নয়। আমাদের কিছু দাবি মিলে যেতে পারে। যেমন, আমরা প্রথমে সংস্কারের পক্ষে। যার মাধ্যমে গণপরিষদ প্রতিষ্ঠা এবং বৃহত্তর কাঠামোগত পরিবর্তনকে অগ্রাধিকার দেই। এক্ষেত্রে আমরা মৌলবাদের ওপর নির্ভরশীল বলে যে দাবি তোলা হয়েছে তা একটি মিথ্যা আখ্যান প্রতিষ্ঠার প্রচেষ্টা। যেমন, কেউ কেউ জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী আন্দোলন (টেরোরিজম মুভমেন্ট) হিসেবে চিহ্নিত করছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও