যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় সিপিবির নিন্দা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৭:১১

আন্তর্জাতিক আইনে স্বীকৃত যুদ্ধবিরতির বিধান লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনী আবারও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে। এ হত্যাযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।


বুধবার (১৯ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবতা বিরোধী এই অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।


বিবৃতিতে তারা বলেন, ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ্যেই বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগর এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহসহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও