যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি–ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৬:০১
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য ৩২ কোটি টাকা।
আজ বুধবার দুদক সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আবদুস সোবহান।
আবদুস সোবহান মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। আবদুস সোবহান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে আছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুদক
- ড. আবদুস সোবহান গোলাপ