
সোনার কমোড চুরির দায়ে চক্রের সদস্যরা দোষী সাব্যস্ত
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৫:৫৯
ইংল্যান্ডের ব্লেনইম প্রাসাদে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী থেকে ৪৮ লাখ পাউন্ড মূল্যের সোনার কমোড চুরির অভিযোগে একটি চক্রের সদস্যদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
চুরির ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। অক্সফোর্ডশায়ারে অবস্থিত রাজবাড়ীতে জাঁকজমকপূর্ণ ওই প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কয়েক ঘণ্টা পরই চোরের দল সোনা দিয়ে তৈরি ওই কমোডটি ভেঙে চুরি করে নিয়ে যায়।
চুরি পরিকল্পনার জন্য মাইকেল জোন্স এবং সোনা বিক্রির পরিকল্পনার জন্য ফ্রেড ডো নামের দুজন দোষী সাব্যস্ত হয়েছেন। বোরা গুচাক নামের এক ব্যক্তির বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। তবে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- টুইটার ভাইরাল