
১৪ বছর ধরে এক ব্যক্তির টানে ফিরে আসে পাখি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৩:২৫
প্রেম, বন্ধুত্ব কিংবা রক্তের টানে মানুষ দূরদূরান্তে পাড়ি জমায়। বারবার ফিরে আসে আপন মানুষের কাছে। মানুষে মানুষে এমন পুনর্মিলন নতুন কিছু নয়; কিন্তু মানুষের টানে পশুপাখি বছরের পর বছর ধরে ফিরে আসে, এমন ঘটনা খুব কমই শোনা যায়।
তুরস্কের উত্তর-পশ্চিমে বুরসা প্রদেশের কারাকাব এলাকা এমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী। সেখানকার স্থানীয় এক মৎস্যজীবীর কাছে ‘ইয়ারেন’ নামের তাঁর প্রিয় সারস পাখিটি এ বছরও ফিরে এসেছে। এ নিয়ে টানা প্রায় ১৪ বছর এই দুই বন্ধুর পুনর্মিলন ঘটল।
টানা ১৩ বছর ধরে প্রতি বসন্তে এস্কিকারাগাচ গ্রামে ফিরে আসে ইয়ারেন। সেখানে অস্থায়ীভাবে বাসা বানায়। এ সময় পাখিটিকে প্রায় প্রতিবছরই ৬৯ বছর বয়সী মৎস্যজীবী আদেম ইলমাজের নৌকায় দেখা যায়।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল