গুগল প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১৩:২১

গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।


এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অসংখ্য অ্যাপ সরিয়ে নিয়েছে, তা ক্ষতিকর বুঝতে পেরে। ওই অ্যাপগুলোর মধ্যে কোস্পাই স্পাইওয়্যার ছিল। এই ম্যালওয়্যার উত্তর কোরিয়ার হ্যাকারদের দল এপিটি৩৭-এর তৈরি। অ্যাপগুলো ডাউনলোড করলে সেই ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য যথা কল লগ, এসএমএস, ডিভাইস লোকেশনের মতো বহু তথ্য হ্যাকারদের কবলে চলে যেতে পারে।


ফোন ম্যানেজার, ফাইল ম্যানেজার, স্মার্ট ম্যানেজার, কাকাও সিকিউরিটি এবং সফটওয়্যার আপডেট ইউটিলিটির মতো অ্যাপের ভেতরেই ছিল ওই ম্যালওয়্যার। তবে যেহেতু প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপগুলো, তাই ভয়ের কিছু নেই। তবে আশঙ্কা এরপরও থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও