
নারী সুরক্ষায় অ্যাপ ও হেল্পলাইন: কখনো খোলা, কখনো বন্ধ
আমাদের সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে বা যাচ্ছে। নারীদের সুরক্ষার বিষয়টিও ডিজিটালাইজেশনের আওতায় নেওয়া হয়। বলা হয়, প্রযুক্তি আমাদের নিরাপদ রাখবে। কিন্তু সেই আশার গুড়ে কিছুটা হলেও বালি পড়েছে। ‘খোলা ও বন্ধে’র খেলা এখন চলছে নারী সুরক্ষার এই ডিজিটালাইজেশনের যুগে।
বন্ধ হয়েছে
বিপদের মুহূর্তে শুধু ‘বাঁচাও’ লেখা লাল বাটন চাপলে তৎক্ষণাৎ বিপদের খবর পৌঁছে যাবে আপনার বিশ্বস্ত আপনজন, পুলিশ ও নিকটস্থ স্বেচ্ছাসেবীদের মোবাইল ফোনে। তারপর জিপিএস সিস্টেম ব্যবহার করে বিপদগ্রস্তের লোকেশন অনুসরণ করে চলে আসবেন উদ্ধারকর্মীরা। অন রাখতে হবে মোবাইল ফোনের লোকেশন। বিপন্মুক্ত হলে ‘আমি নিরাপদ’ সবুজ বাটন চেপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া হেল্পলাইন নম্বর খোলা থাকবে ২৪ ঘণ্টা। ধর্ষণ কিংবা নির্যাতন প্রতিরোধে নারীদের জন্য এমন একটি অ্যাপ বানানো হয়েছিল। ‘বাঁচাও’ নামে বাঁচাও লাইফ ফাউন্ডেশনের অধীনে নির্মাণ করা হয়েছিল সেই অ্যাপ। সালটা ছিল ২০২১। ‘আর একটাও ধর্ষণ হতে দেব না’ স্লোগান সামনে রেখে আত্মপ্রকাশ করেছিল বাঁচাও অ্যাপ। বাংলাদেশ সরকারের সঙ্গে নিবন্ধিত, ট্রেডমার্কযুক্ত ছিল এই অ্যাপ। এই উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য সরকার, পুলিশ, এনজিও এবং করপোরেট সম্প্রদায়কেও অংশীদার করা হয়েছিল। তবে প্লে স্টোরে সেই অ্যাপের কোনো অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।