You have reached your daily news limit

Please log in to continue


রেকর্ড গড়া বাংলাদেশের স্কুল ক্রিকেটারকে কী উপহার দিচ্ছেন লিটন

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মুস্তাকিম হাওলাদার গতকাল তাক লাগিয়ে দিয়েছে।স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে কোনো ব্যাটার আগে যেখানে ৪০০ রান করতে পারেননি, মুস্তাকিম সেই কীর্তি গড়েছে। রেকর্ড গড়া এই ক্রিকেটারকে বিশেষ উপহার দিচ্ছেন লিটন দাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে গতকাল ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রান করেছে মুস্তাকিম। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছে এবং উইকেটে ছিল ২৬০ মিনিট । মুস্তাকিমের এমন ব্যাটিংয়ের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন রাতে একটি পোস্ট করেছেন। লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের এমন দুর্দান্ত ইনিংস দেখে ভালো লাগছে। মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান ও সাদ পারভেজের ২৫৬ রানের সঙ্গে ৪ উইকেট সত্যিই অসাধারণ। আমার ব্যাটিংয়ের প্রশংসা সাদ যেভাবে করেছে, তাতে সম্মানিত বোধ করছি। তাকে (সাদ) ও মুস্তাকিমকে আবার দুই জোড়া গ্লাভস উপহার দিতে চাচ্ছি। তাদের স্বপ্নের পেছনে ছুটতে ও তাদের উন্নতিতে এটা অনুপ্রেরণা জোগাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন