আইপিএল ৫ সেকেন্ডের বিজ্ঞাপনে খরচ ১১ লাখ টাকা

যুগান্তর প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১২:৪২

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই টাকার ঝনঝনানি। আইপিএল এক্ষেত্রে দু’পা এগিয়ে। ভারতের কুড়ি কুড়ির ক্রিকেট লিগটি এতটাই মেগাহিট যে এপ্রিল-মে মাসে নতুন শো লঞ্চ করার আগে দশবার ভাবেন টিভি চ্যানেলের প্রোডিউসাররা। প্রাইম টাইমে অবধারিত কমে যায় জনপ্রিয় সিরিয়ালেরও টিআরপি।


রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডও আয় করেন কাড়িকাড়ি টাকা। বিজ্ঞাপনদাতারা ম্যাচ চলাকালীন টিভিতে অ্যাড দেওয়ার জন্য কাড়াকাড়ি পরে যায়। সম্প্রচারকারী সংস্থা গত বছরের ১০ সেকেন্ডের স্লটের জন্য নিত ১৬.৪ লাখ টাকা ভারতীয় টাকা। যা এবার বেড়েছে।


ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইপিএল সামনে রেখে এবার এখনই ২০-২২ লাখ ভারতীয় রূপি গুণতে হচ্ছে বিজ্ঞাপন দাতাদের। ৫ সেকেন্ডের স্লটের জন্য খরচ হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। ২২ এপ্রিল বসবে কুড়ি কুড়ির লড়াই। সেসময় বিজ্ঞাপনের রেট যাবে আরও বেড়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও