
কৃষি ঋণ বিতরণ কমেছে, বেড়েছে আদায়
ডেইলি স্টার
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৯:০৫
বিতরণ কমলেও গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কৃষি ঋণ আদায় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
তবে এই সময়ে ঋণ বিতরণের পরিমাণ স্থিতিশীল থাকলেও বকেয়া বেড়েছে।
আর এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ডিসেম্বরের কৃষি ও পল্লী অর্থায়নবিষয়ক প্রতিবেদনে।
প্রতিবেদনটি বলছে বেসরকারি ও বিদেশি ব্যাংক থেকে কৃষি ঋণ প্রদান কমে যাওয়ায় চলতি অর্থবছরের শেষ ছয় মাসে মোট কৃষি ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২৮ শতাংশ কমে ১৬ হাজার ২৫৯ কোটি ১১ লাখ টাকা হয়েছে।
এর মধ্যে গত আগস্ট ও সেপ্টেম্বরে কৃষি ঋণ বিতরণ সবচেয়ে বেশি কমেছে। তবে নভেম্বর ও ডিসেম্বরে ঋণ বিতরণ বাড়লে সার্বিক চিত্র বদলে যায়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কৃষি ঋণ