
‘হামাস ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছিল’, এটি ‘মিথ্যা’
যুগান্তর
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৯:১৪
গাজায় ইসরাইলের হামলার আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে যে অভিযোগ উঠেছে তা ‘মিথ্যা’ বলে জানিয়েছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরাইল এই আগ্রাসী ও রক্তাক্ত হামলাকে বৈধতা দেওয়ার জন্য এ নাটক সাজিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া এক টেলিগ্রামবার্তায় বলেছেন, অবৈধ দখলদারিত্ব অব্যাহত রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফের গণহত্যা শুরু করেছে।
যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরাইলের বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। আরও ৫৬২ জন আহতের ঘটনা ঘটেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।