
সাকিব-মাশরাফিদের পথ ধরে রাজনীতিতে আসতে চান তিনিও
ক্রিকেটারদের রাজনীতিবিদ বনে যাওয়া নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তো রাজনীতিতে পা রেখে প্রধানমন্ত্রীও হয়েছিলেন। বাংলাদেশেও ক্রিকেটাররা রাজনীতিতে জড়িয়েছেন। যেমন দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি বিম মর্তুজা এবং সাকিব আল হাসানরা রাজনীতির ময়দানেও খেলেছেন।
এবার তাদের পথরেখা অনুসরণ কর রাজনীতিতে আসতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে নিজের ক্রিকেটার পরিচয়ের সঙ্গে আরও একটি পরিচয় যুক্ত হয়েছে তার। আগামী ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে তার অভিনীত ভারতীয় সিনেমা ‘রবিনহুড’।
তবে ক্রিকেট ও অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও নিজের খেল দেখাতে চান ওয়ার্নার। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সোমবার (১৭ মার্চ) একটি পোস্ট করেন এই তারকা। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় রাজনীতিতে আসা প্রয়োজন এবং সংসদ সদস্য হওয়া উচিত। আপনাদের ভাবনা কী?’