
শান্তর সেঞ্চুরিতে জয় আবাহনীর, বিজয়ের কাছে হার তামিমের মোহামেডানের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:৫৪
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে আজ তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় পেয়েছে আবাহনী। অন্যদিকে, এনামুল হক বিজয়ের ১৪৯ রানের অনবদ্য ইনিংসে গাজী গ্রুপের কাছে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। দিনের আরেক ম্যাচে ধানমণ্ডি ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক।
বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ১৪৩ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়।
- ট্যাগ:
- খেলা
- আবাহনী
- আবাহনী ও মোহামেডান