
ফাহামিদুলের বাদ পড়াকে ‘বাজে উদাহরণ’ বলছেন বাংলাদেশের সাবেকরা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:৫৩
ভারত ম্যাচ সামনে রেখে সপ্তাহখানেক সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহামিদুল ইসলাম। মরুর দেশে ক্যাম্প শেষে আজ সকালে ঢাকা বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা সাংবাদিকদের জানান ফাহামিদুল থাকছেন না তাঁর স্কোয়াডে। এর পর থেকেই বাংলাদেশি এই ফুটবলারের বাদ পড়া নিয়ে চলছে আলোচনা।
এভাবে ক্যাম্প থেকে ফাহামিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য আজ নিজের ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘আমি হতাশ হয়েছি ফাহামিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত আমার বিশ্বাস।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- পেশাদার ফুটবলার
- ফুটবলার