You have reached your daily news limit

Please log in to continue


আপনার বাসার আবর্জনাগুলো কী করছেন

সবজিওয়ালার দেওয়া পলিথিন ব্যাগ, প্লাস্টিকের সিংগেল ইউজ কাপ, চকলেটের খোসা বা কালি ফুরিয়ে যাওয়া কলম- এই জিনিসগুলো কি আপনি রান্নাঘরের আবর্জনার সঙ্গেই ডাস্টবিনে ফেলে দিচ্ছেন?

প্রতিদিন এমন টন টন অপচনশীল আবর্জনার স্তুপ বড় হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণের বিপদ। তাহলে কী করবেন এসব আবর্জনা। কীভাবে আপনার শিশুর জন্য রেখে যাবেন একটি বাসযোগ্য পৃথিবী?

আজ গ্লোবাল রিসাইক্লিং ডে ২০২৫, এ দিনে নতুন করে ভাবতে শুরু করুন এ বিষয়ে। এটি শুধু একটি বিশেষ দিনই না, বরং একটি চিন্তা, একটি দায়িত্ব। রিডিউস, রিইউজ ও রিসাইকেল- এই তিনটি সহজ অভ্যাসের মধ্য দিয়ে এই দিনটির সফলতা আনা সম্ভব। সহজ ভাষায় বললে, আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি, সেগুলো রিসাইকেল করে নতুন করে ব্যবহার করা যায়। কিছু জিনিস একাধিকবার ব্যবহারের মাধ্যমে আবর্জনা কমানো যায়। আর এই ছোট্ট চিন্তাটি আমাদের পৃথিবীকে বাঁচাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন