
শারিয়া আইন দিয়ে কি ধর্ষণ বন্ধ করা যাবে? একটি একাডেমিক বিশ্লেষণ
ধর্ষক ও নারী-নিগ্রহকারীদের অপ্রতিহত দাপটে আতঙ্কিত ও কলঙ্কিত বাংলাদেশ। মারাত্মকভাবে অরক্ষিত হয়ে পড়েছে নারীরা এমনকি শিশুরাও। দাবি উঠেছে শারিয়া আইন প্রয়োগের। শারিয়া আইন দিয়ে ধর্ষণ-ব্যভিচার উচ্ছেদ সম্ভব হলে আমি সেটা সমর্থন করি। তবে কিছু বিষয় আলেমদের নজরে আনা দরকার।
এ নিবন্ধে কোরান ও অন্যান্য শারিয়া কেতাবের সাথে ‘বিইআ’ হলো প্রয়াত আলেম শাহ আবদুল হান্নানসহ ছয়জন আলেমের কমিটি দ্বারা সংকলিত ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত তিন খণ্ডের ‘বিধিবদ্ধ ইসলামী আইন’, প্রধানত হানাফী আইনের সংকলন। কারও কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন আমার সাথে— কমিটির সভাপতি একুশে পদকপ্রাপ্ত আইন বিশেষজ্ঞ গাজী শামসুর রহমান, সদস্য আ. জ. ম. শামসুল আলম, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মোহাম্মদ মুসা ও মাওলানা মো. মোজাম্মেল হক।
- ট্যাগ:
- মতামত
- ধর্ষণ
- গণধর্ষণ
- ধর্ষক
- ধর্ষণ মামলা