এ বছরই অ্যান্ড্রয়েড থেকে সরছে গুগল অ্যাসিস্ট্যান্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:১৯

ফুরিয়ে আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের দিন। এ বছরই বেশিরভাগ ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি সরিয়ে নিচ্ছে সার্চ জায়ান্টটি।


শুক্রবার এক ঘোষণায় গুগল বলেছে, সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট হিসেবে থাকা গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি বদলে নিজস্ব এআই মডেল জেমিনাই’তে সুইচ করবে তারা। ফলে “বেশিরভাগ মোবাইল ডিভাইস থেকে আর গুগল অ্যাসিস্ট্যান্ট-এ প্রবেশ করা যাবে না।”


কোম্পানিটি বলেছে, ২০২৫ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আরও মোবাইল ডিভাইসকে জেমিনাই’তে রূপান্তরে কাজ করছে তারা। এমনকি “ট্যাবলেট, গাড়ি ও ব্যবহারকারীর ফোনের সঙ্গে সংযোগ রয়েছে এমন বিভিন্ন ডিভাইস, যেমন হেডফোন ও স্মার্টওয়াচ”কেও নতুন এআই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেমিনাইতে আপগ্রেডের পরিকল্পনা রয়েছে তাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও