তুলসী গ্যাবার্ডের বক্তব্য অসত্য-দুরভিসন্ধিমূলক : ইসলামী আন্দোলন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৭

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের দেওয়া বক্তব্যকে অসত্য ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।


ভারতে দেওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও তাতে যে সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত সত্য।


মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করেছেন। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকড়কে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও