চশমা পরিষ্কারের এই টিপসগুলো জানতেন?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৩:০৪

চশমার কাচ ঝাপসা দেখাচ্ছে, ফলে হাতের কাছে যা পান তাই দিয়েই হয়তো তাড়াহুড়ো করে মুছে ফেলছেন চশমা। আবার কখনও কখনও কেবল ফুঁ দিয়েই ধুলা উড়িয়ে দিব্যি পরে ফেলছেন চশমা। এতে কিন্তু উল্টো ক্ষতি হচ্ছে চশমার পক্ষান্তরে আপনার দৃষ্টিশক্তির। চশমা পরিষ্কারের কিছু টিপস জেনে নিন।



  • চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই চশমার সঙ্গে দেওয়া মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করুন। 

  • এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।

  • শুকনো থাকা অবস্থায় লেন্স মুছবেন না। উপরে থাকা ধুলাবালিতে ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যাবে। 

  • আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।

  • শিশুদের তরল সোপ ও পানি দিয়ে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন চশমা পরিষ্কারক। একটি ছোট স্প্রে বোতলে ৪ টেবিল চামচ পানি ও ২ চা চামচ বেবি সোপ নিয়ে ঝাঁকিয়ে নিন ভালো করে। দ্রবণটি চশমার গ্লাসে স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও